ব্যবহারকারী:Debjitpaul10
নমস্কার! আমি, দেবজিৎ পাল, একজন ভারতীয় বাঙালি এবং বাংলা উইকিপিডিয়ার নিয়মিত অবদানকারী।
বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা বাংলা আমার মুখের ভাষা হওয়ায় আমি সত্যিই গর্বিত! কিন্তু হাজার বছরের পথ চলার পর বিশ্বায়নের প্রভাবে আজ বাংলার সেই অতীতের উজ্জ্বল গৌরব যেন কিছুটা ম্লান। তাই উইকিপিডিয়া, গুগলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলা নিজের স্থান করে নিলেও তার পথ চলা অনেক বাকি। তাই আমি বাঙালি হয়ে সেই হৃতগৌরব পুনরুদ্ধার করার এক ক্ষুদ্র প্রয়াস করছি বাংলা উইকিপিডিয়ায় অবদানের মাধ্যমে।
পরিচয়
আমার জন্ম ২০০০ খ্রিস্টাব্দের ২৪শে সেপ্টেম্বর, ভারতের শিলিগুড়ি শহরে। বর্তমানে শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে (Siliguri Boys' High School) দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছি। পদার্থবিদ্যা, ভাষাতত্ত্ব, সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতিতে যথেষ্ট আগ্রহ রয়েছে।
অবদান
একজন উইকিপিডিয়ান হিসেবে, আমি উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ যেমন তৈরি করেছি, তেমনি যে সব নিবন্ধ অসম্পূর্ণ ছিল (মূলত বাংলায়), সেগুলোকে সম্পূর্ণ এবং রঙিন করে তুলতে সহায়তা করছি। ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে, অনুবাদকে যতটা সম্ভব যথাযথ আর অর্থপূর্ণ রাখার চেষ্টা করে চলছি।
আমার অবদান দেখতে এখানে যান: আমার অবদান।
২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রথম উইকিপিডিয়ায় অবদান করি। বর্তমানে সক্রিয়ভাবে উইকিপিডিয়ায় যোগদান করার চেষ্টা করছি। উইকিপিডিয়ায় আমার অনুবাদ করা প্রথম নিবন্ধ ছিল: মহাভারত।
নিবন্ধ লিখবার সময় যথাসম্ভব সতর্কভাবে লিখেছি। বাংলা আকাদেমি প্রবর্তিত নতুন বানানবিধি, ণত্ব-ষত্ব, সন্ধির নিয়ম মেনে চলেছি এবং বহুল প্রচলিত ব্যাকরণগত ভুলকে সাধ্যমতো উপেক্ষা করেছি। জটিল বিষয়ের ক্ষেত্রে নিবন্ধটি আগে বুঝে নিয়ে তারপর অনুবাদ করেছি।
এছাড়াও আমি গুগল ট্রান্সলেটে বাংলার উন্নতির জন্য নিয়মিত অবদান করি। (বিস্তারিত জানুন: গুগল ট্রান্সলেট কমিউনিটি)
সর্বোপরি, আমার এই ক্ষুদ্র প্রয়াসে বাঙালি তথা বিশ্ববাসীর লাভ হলে খুশি হব। ধন্যবাদ!