প্রধান পাতা/ব্লগপোস্ট/সংকলন/৪

West Bengal Wikimedians থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারী সুমিতা রায় দত্ত, তাঁর স্বামী গৌতম দত্তকে উইকিপিডিয়া সম্পাদনা হ্যান্ডস্ অন শেখাচ্ছেন
বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারী সুমিতা রায় দত্ত, তাঁর স্বামী গৌতম দত্তকে উইকিপিডিয়া সম্পাদনা হ্যান্ডস্ অন শেখাচ্ছেন

প্রঃ আপনার ব্যবহারকারী নাম আমরা জানি। আপনার ব্যবহারকারী নাম হলো ব্যবহারকারী: Sumita Roy Dutta; এর মানে আপনার ভালো নাম ও সুমিতা রায় দত্ত, তাইতো? নিজের পরিচিতি স্বল্পে আমাদের দিন...
সুমিত রায় দত্তঃ সকলকে আমার নমস্কার। আজ্ঞে হ্যাঁ আমার নাম সুমিতা রায় দত্ত। আমি একটি দীর্ঘ সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে আসছি, বিভিন্ন সম্পাদনা তথা (মূলত) কমন্সে ছবি আপলোডের মাধ্যমে।

প্রঃ আপনি উইকিমিডিয়া জগতে কি ধরণের সম্পাদনা করে থাকেন?
সুমিত রায় দত্তঃ নতুন পাতা অনুবাদ অথবা তৈরি করতে, ছোট পাতাকে সম্প্রসারণ করতে, কোন নির্দ্দিষ্ট অঞ্চলের পাখীর ছবি তুলে তালিকা বানাতে অথবা বিশেষ দ্রষ্টব্য স্থানগুলির ছবি তুলে সংশ্লিষ্ট পাতায় যোগ করতে, বাংলায় মানচিত্র বানাতে; এসমস্ত সম্পাদনার কাজ আমি মূলত করে থাকি।

প্রঃ এই মুহুর্তে কিসের উপর কাজ করছেন আপনি? কোনো বিশেষ প্রকল্পে হাত লাগিয়েছেন?
সুমিত রায় দত্তঃ হ্যাঁ তো। এই মুহুর্তে ব্যাঘ্র প্রকল্পে আয়োজক ও সম্পাদক দুই ভুমিকায় ব্যস্ত যার জন্য ছবির কাজে পিছিয়ে পড়েছি।

প্রঃ সহকর্মী-উইকিপিডিয়ান মৌর্য্যর সাথে সম্প্রতি, 'ব্যাঘ্র প্রকল্প' বলে উইকিমিডিয়া ভারত কর্তৃক আয়োজিত একটি বহুভাষিক নিবন্ধ প্রতিযোগিতার বাংলা সংস্করণটি আপনারা সামলাচ্ছেন। এই প্রতিযোগিতাটি তুমুল সাফল্য লাভ করেছে তথা ভারতে বাংলা উইকিপিডিয়ার অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব হিসেবে এডিটাথনটি পরিচিতি পাচ্ছে। ব্যাঘ্র প্রকল্প নিয়ে আপনাদের কি আশা ও সেই সম্পর্কিত আপনার মন্তব্য
সুমিত রায় দত্তঃ ব্যাঘ্র প্রকল্প নিয়ে খুবই আশাবাদী কারণ ধীরে ধীরে নতুন সম্পাদকেরা আসছেন এবং বেশ কিছুজন যথেষ্ট ভাল অবদান রাখছেন। পুরানো সম্পাদকদেরও নতুনভাবে পাচ্ছি। সবথেকে খুশি দুজন দায়িত্বশীল সম্পাদিকা পেয়ে, যারা অসাধারণভাবে অবদান রাখছেন এই প্রকল্পে।

প্রঃ সম্প্রতি উইকিমিডিয়ার ভবিষ্যৎ প্রণালী নিয়ে ব্যাপকতর আলোচনা চলছে এবং এই আলোচনায় মতামত প্রকাশ করছেন সারা বিশ্ব জুড়ে আমার ও আপনার মতো স্বেচ্ছাসেবীরাই। উইকিমিডিয়াকে নিয়ে আপনার আশা প্রত্যাশা কি রয়েছে। আর আপনি কি পরিকল্পনা করছেন?
সুমিত রায় দত্তঃ উইকিমিডিয়ার ভবিষ্যৎ প্রণালীতে আশা রাখি

  1. আরো সম্পাদিকা যাতে আসেন তাতে জোর দেওয়া হবে।
  2. ছাত্রছাত্রী ও অবসরপ্রাপ্তদের সম্পাদনায় যুক্ত করার আরো প্রচেষ্টা করতে হবে।
  3. নতুনদের পাতার ওপর বিধিনিষেধের ট্যাগের বোঝা না চাপিয়ে বেশ ভাল করে শিখে না নেওয়া অবধি ধৈর্য সহকারে মেন্টরিং করতে হবে,উতসাহ দিতে হবে, ভুল শোধরানোয় সাহায্য করতে হবে।
  4. প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

প্রঃ উইকিমিডিয়ায় নিজের কোনো লক্ষণীয় সাফল্য বলতে কি তুলে ধরতে চান?
সুমিত রায় দত্তঃ নিজেকে উন্নততর সম্পাদক বানানো আমার কাছে একটি মূল সাফল্য। তাছাড়া বাংলায় একা ১০০০ বই ওসিয়ার করার সুযোগ পেয়েছিলাম। মোটামুটি সমস্ত ওসিয়ার কাজের এক পঞ্চমাংশ। সাততাল একটি বিভিন্ন স্থানীয় ও পরিযায়ী পাখী দেখার অন্যতম বিখ্যাত স্থান সেখানের কোন পাখীর বিষয়শ্রেণী ছিল না। এরকম ই গুজরাটের একটি স্থানের। সেই বিষয়শ্রেণী তৈরি করে ও অন্যান্য ফোটগ্রাফারদের উতসাহ দিয়ে বহু প্রজাতির ছবি সংযোগ করে পাতায় যুক্ত করেছি।

প্রঃ গত বছর ব্যবহারকারী দলের স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান- এই ব্যবহারকারী দলের একজন সদস্য আপনিও। পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল সম্বন্ধে কিছু যদি মন্তব্য করতে চান... (একটু বিশদে)
সুমিত রায় দত্তঃ এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। পশ্চিমবঙ্গের ব্যবহারকারী দল নিয়ে আশাবাদী। বেশ ভালো কাজ করছে, পশ্চিমবঙ্গের জেলাগুলি ও কলকাতার ঐতিহ্যময় স্থানগুলির চিত্রসহ নিবন্ধ তৈরি হচ্ছে। উইকি লাভস বাটারফ্লাই প্রকল্পেও সাহায্য করছে।

(মৌর্য্য বিশ্বাস কে দেওয়া সাক্ষাৎকার)

সমস্ত সংকলনগুলি দেখুন।