প্রধান পাতা/ব্লগপোস্ট/সংকলন/১

West Bengal Wikimedians থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারী শুভেন্দু খাঁ
বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারী শুভেন্দু খাঁ

প্রঃ আপনার ব্যবহারকারী নাম তো বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের অধিকাংশেরই জানা। আপনার ভালো নাম কি বলুন? আর আপনার সম্বন্ধে আরো একটু কিছু বলুন।
শুভেন্দু খাঁঃ সকলকে আমার নমস্কার আমার নাম শুভেন্দু খাঁ। ইংরেজি ভাষায় আমার পদবির বানানটি (Shuvendu Khan) অনেককেই কনফিউস করে দেয়। আমি উত্তর ২৪ পরগনা জেলার খড়ুয়া রাজাপুর গ্রামের বাসিন্দা। এখন গোবরডাঙা হিন্দু কলেজে B.Sc তে তৃতীয় বর্ষে পড়ছি। আমার ব্যবহারকারী অবদানে গেলে দেখা যাবে যে আমি ২০১৬ সালের ৪ঠা জানুয়ারী বাংলা উইকিপিডিয়ায় আমার প্রথম অবদান রাখি। ৩৫ নং জাতীয় সড়ক (পুরাতন সংখ্যায়ন, ভারত) বলে একটি নিবন্ধ সৃষ্টি করি; তবে যদ্দূর মনে পড়ে আমি বাংলা উইকিতে তারও পূর্বে দু'-তিনটে নিবন্ধ তৈরী করেছিলাম। কিন্তু তা কোনো না কোনো নীতিমালা লঙ্ঘন করার কারণে অপসারিত হয়ে যায়। শুরুর দিকে এটি দেখে খানিকটা ক্ষুব্ধ হলেও উত্সাহ আমার এক ফোঁটাও কমেনা। সেই থেকে আজ বাংলা উইকিতে প্রচুর নতুন নিবন্ধ তৈরী করেছি। মূলত আমি অনেক বৈচিত্রের নিবন্ধ তৈরী করে থাকি।

প্রঃ আপনি বাংলা উইকিপিডিয়ায় কি ধরণের সম্পাদনা করে থাকেন বা আরো নির্দিষ্টভাবে জিজ্ঞেস করতে গেলে কি ধরণের নিবন্ধ আপনি মূলত রচনা করে থাকেন?
শুভেন্দু খাঁঃ ঐ যা বললাম আমি বিভিন্ন বিষয়ে নিবন্ধ তৈরী করতে ভালোবাসি। আমার একটি তৈরী করা নিবন্ধের সাথে ঠিক তার পরবর্তী নিবন্ধের বিষয়ের মধ্যে হয়তো আকাশ পাতাল এর তফাৎ থাকতে পারে! তাও যদি বলতেই হয় তাহলে বাসস্থান-সম্পর্কিত (শহর, নগর, গ্রাম), জাহাজ বন্দর এরকম কিছু বিষয়ের উপর কাজ করতে আমার ভালো লাগে।

প্রঃ এই মুহুর্তে কিসের উপর কাজ করছেন আপনি? কোনো বিশেষ প্রকল্পে হাত লাগিয়েছেন?
শুভেন্দু খাঁঃ আজ্ঞে হ্যাঁ। এই গোটা মাস জুড়েই আমি উইকিপিডিয়া এশীয় মাস এ লেখালেখি করছি। গতবছর ও এই এডিটাথনে অংশ নিয়েছিলাম ও অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আমায় অ্যাডিস ওয়াং বাবু (উইকিপিডিয়া এশীয় মাসের প্রবর্তক) এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করার জন্য আমায় উইকিপিডিয়া এশীয় দূত উপাধিতে সম্মানিত করে সার্টিফিকেট ও পোস্টকার্ড পাঠান। আমার আশা এবছর ও আমিই বাংলা ভাষার এশীয় দূত হবো।

প্রঃ এখন উইকিমিডিয়ার ভবিষ্যৎ প্রণালী নিয়ে ব্যাপকতর আলোচনা চলছে এবং এই আলোচনায় মতামত প্রকাশ করছেন সারা বিশ্ব জুড়ে আমার ও আপনার মতো স্বেচ্ছাসেবীরাই। আপনি আগামী বছরে বাংলা উইকিপিডিয়া কে কোথায় দেখতে চান?
শুভেন্দু খাঁঃ আমি এটির উত্তর এটাই দেবো যে (নিবন্ধের-সংখ্যা অনুযায়ী) ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষার উইকিপিডিয়াগুলির মধ্যে আমি বাংলা উইকি কে শীর্ষ স্থানে দেখতে চাই। আমি মনে প্রাণে চাই যে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা বৃদ্ধি পাক এবং তার সাথে গুণ ও বাড়ুক।

প্রঃ সম্প্রতি ব্যবহারকারী দলের স্বীকৃতি পাওয়া পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান- এই ব্যবহারকারী দলের একজন সদস্য আপনিও। পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল সম্বন্ধে কিছু যদি মন্তব্য করতে চান
শুভেন্দু খাঁঃ এটি একটি দারুন উদ্যোগ। এই ব্যবহারকারী দলের একজন সদস্য হতে পেরে আনন্দিত। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার তরফ থেকে।

(মৌর্য্য বিশ্বাস কে দেওয়া সাক্ষাৎকার)

সমস্ত সংকলনগুলি দেখুন।