বিষয়বস্তুতে চলুন

প্রতিযোগিতা

West Bengal Wikimedians থেকে





উইকি লাভস আর্থ
উইকি লাভস আর্থ
উইকি ভালোবাসে স্মৃতিস্তম্ভ
উইকি ভালোবাসে স্মৃতিস্তম্ভ

প্রতিবছর, উইকিমিডিয়া ভারত ও ২০১৮ সাল থেকে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল আমাদের দেশের স্মৃতিস্তম্ভ, প্রাণী এবং উদ্ভিদের ছবি গ্রহণের উপর ভিত্তি করে প্রতিযোগিতা উদযাপন করে যেগুলির চিত্রগুলি কমন্সে আপলোড করা হয়।

উইকি লাভস আর্থ

উইকি লাভস আর্থ ২০১৭, ভারত প্রতিযোগিতা পৃষ্ঠা

উইকি লাভস আর্থ (ডব্লিউএলই) একটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা যা প্রতি বছর মে মাসে বিশ্বব্যাপী উইকিমিডিয়ার চ্যাপ্টার, ব্যবহারকারী দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ নিজ নিজ দেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলসমূহের ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করে থাকে যেখান থেকে পরবর্তীতে সেগুলো বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার নিবন্ধসমূহে ব্যবহার করা হয়। এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হলো, প্রতিটি দেশের সংরক্ষিত অঞ্চলসমূহের একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি ও স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যকে উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত করা এবং ছবিগুলো মুক্ত লাইসেন্সে উন্মুক্ত করা যাতে সবাই ছবিগুলো ব্যবহার করতে পারে আলোকচিত্রীকে কৃতিত্ব প্রদান করার মাধ্যমে।

উইকি লাভস মনুমেন্টস

উইকি লাভস মনুমেন্টস ২০১৭, ভারত এবং উইকি লাভস মনুমেন্টস ২০১৮, ভারত প্রতিযোগিতা পৃষ্ঠা

উইকি লাভস মনুমেন্টস বা উইকি ভালোবাসে স্মৃতিস্তম্ভ (সংক্ষেপেঃ WLM) হলো সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভের জন্য একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। এটি উইকিমিডিয়া চ্যাপ্টার, ব্যবহারকারী দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবকরা স্মৃতিস্তম্ভের ছবি তোলে, পরে তা উইকিমিডিয়া কমন্সে আপলোড করে, ফলে তা উইকিপিডিয়ায় এবং অন্যত্র ব্যবহার করা যায়। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো স্মৃতিস্তম্ভের ছবিগুলি বিশ্বব্যাপী জনসাধারণের জন্য দৃশ্যমান করা। গিনেজ রেকর্ডের বই অনুযায়ী, এই প্রতিযোগিতার ২০১১ সালের সংস্করণটি সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার বিশ্ব রেকর্ড ভাঙে। ২০১৩ সালে, উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতা এন্টার্কটিকাসহ ছয়টি মহাদেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্বজুড়ে ৫০টি দেশ থেকে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলোতে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। উইকি লাভস মনুমেন্টসের লক্ষ্য হচ্ছে সেসব ঐতিহাসিক নিদর্শনের ছবি তোলা, এবং তা উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করা; যাতে অন্যরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই সেগুলিতে প্রবেশাধিকার লাভ করতে পারে।

উইকিপিডিয়া এশীয় মাস

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬ এর ব্যানার
উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬ এর ব্যানার

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬-এর বাংলা প্রতিযোগিতা পৃষ্ঠা
উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭-এর বৈশ্বিক (মেটা-উইকি) প্রতিযোগিতা পৃষ্ঠা

উইকিপিডিয়া এশীয় মাস প্রতি বছর নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিতব্য একটি অনলাইন এডিটাথন বিশেষ, যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন উইকিপিডিয়া সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পায়। ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হলো এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ চারটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। পনেরোটি নিবন্ধ তৈরী করলে আরেকটি পোস্টকার্ড পাঠানো হবে।

প্রত্যেক উইকিপিডিয়া থেকে যে সমস্ত উইকিপিডিয়ান সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত উপাধিতে সম্মানিত করে সার্টিফিকেট ও পোস্টকার্ড পাঠানো হবে।